ডিজিটাল মবের শিকার নারীরা, বাকস্বাধীনতায় আপত্তি একটি গোষ্ঠীর। - ভোরের সময় অনলাইন ডিজিটাল মবের শিকার নারীরা, বাকস্বাধীনতায় আপত্তি একটি গোষ্ঠীর।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ডিজিটাল মবের শিকার নারীরা, বাকস্বাধীনতায় আপত্তি একটি গোষ্ঠীর।



সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর অধিকার, মতামত, জীবনযাত্রাসহ সবকিছুর প্রকাশেই সমাজের একটা গোষ্ঠীর আপত্তি এবং বিরোধীতা থাকে। সম্প্রতি অহরহ ডিজিটাল মবের শিকার হচ্ছেন নারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর কোনো কিছু পোস্ট করার পর অকথ্য ভাষায় মন্তব্য আসতে দেখা যায়।

পরক্ষণে ওই ব্যক্তির সমর্থনে আরও অনেকে দল বেঁধে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি পর্যন্ত দিচ্ছে। ডিজিটাল এই মবের শিকারের দুর্বিষহ অভিজ্ঞতা যমুনা টেলিভিশনকে জানিয়েছেন কয়েকজন নারী। বেসরকারি চাকুরীজীবী খাদিজাতুল কোবরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করলে তারা মেনে নিতে পারে না।

তখন গালিগালাজ ও ট্যাগিং দেয়ার চেষ্টা করে তারা। এদিকে পাবলিক কন্টেট বানাতে গিয়ে ইনবক্সে হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন কন্টেট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি বলেন, ধর্ষন নিয়ে লেখালেখি শুরু করার পর একটি গোষ্ঠী নানা রকম বাজে মন্তব্য করে যাচ্ছে। তাছাড়া ম্যাসেজের মাধ্যমে অনেকগুলো হুমকি এসেছে। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কথাও জানান তিনি।

ডিজিটাল এই মবের ফলে মানসিকভাবে বির্পযস্ত হচ্ছেন নারীরা। তাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। মবে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মকে ব্যবহার করা।

এ বিষয়ে কামরুন নাহার ডানা বলেন, ওই গোষ্ঠিটি মনে করে ধর্মের কথা বলে নারীকে ছোট করার ন্যায্যতা রয়েছে।

অনেকক্ষেত্রে নারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও ডিজিটাল বুলিংয়ের শিকার হচ্ছেন। মডেল ও নৃত্যশিল্পী মুবাশশীরা কামাল ইরা বলেন, আমার সামাজিকমাধ্যমগুলো মা দেখভাল করেন। এই ধরণের মন্তব্যের দেখে তিনি মানসিক চাপের মধ্যে পড়েন। কে কখন ধর্ষণ, হেনস্তার শিকার হবে তা কেউ বলতে পারে না। তাই সবসময় সতর্কতা অবলম্বন করে চলতে হয়।

এখন প্রশ্ন হলো একজন নাগরিক হিসেবে রাষ্ট্রকে কতটা পাশে পাচ্ছেন নারীরা?

এ বিষয়ে খাদিজাতুল কোবরা বলেন, রাষ্ট্র আসলেই বিষয়গুলোর প্রতিকার চায় কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আমি রাষ্ট্রের ওপর আস্থা পাচ্ছি না।

কামরুন নাহার ডানা বলেন, কোনটা ঠিক আর কোনটা ভুল তা শাস্তি না দিয়ে বোঝানো যাবে না। রাষ্ট্র আইনগতভাবে পাশে থাকার কথা বললেও এর প্রভাব খুব একটা চোখে পড়ে না।

এমনকি নারী সাংবাদিকরাও প্রতিনিয়ত ডিজিটাল বুলিংয়ের শিকার হচ্ছেন। যমুনা টেলিভিশনে নারীদের নিয়ে করা বিভিন্ন প্রতিবেদনের মন্তব্যের ঘরে নারী সাংবাদিক ও তাদের পরিবার নিয়েও বাজে মন্তব্য আসে।

তবে নারীদের থেমে থাকলে চলবে না। বলিষ্ঠ উচ্চারণে ডিজিটাল মব এবং বুলিংয়ের প্রতিবাদ করতে হবে। যাতে রাষ্ট্রের টনক নড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ