মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১জুন২০২৫) সন্ধ্যায় শ্যামগঞ্জ রেলস্টেশনসংলগ্ন পশ্চিম মইলাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ছয়টার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেন শ্যামগঞ্জ রেলস্টেশন অতিক্রম করে পশ্চিম মইলাকান্দা রেলসেতু এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে গেলে দেখা যায়, তিনি ইতোমধ্যেই মারা গেছেন। খবর পেয়ে শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই মো. নুরুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তার আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। পরিচয় শনাক্তে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
0 মন্তব্যসমূহ