মোঃ মোরসালিন, গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১ নং মইলকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার থেকে নওপাই পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার সংস্কারকাজ শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২৫) আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহাম্মদ তাইবুর রহমান হিরন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহাম্মদ তাইবুর রহমান হিরন বলেন, "বিএনপি উন্নয়নে বিশ্বাসী, চাঁদাবাজির রাজনীতিতে নয়। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা বিএনপির কেউ না। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, "এই সড়কের সংস্কার দীর্ঘদিনের দাবি ছিল। আজ সেটি বাস্তবায়িত হচ্ছে, যা এলাকাবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সংস্কারকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহিন ট্রেডার্সের মালিক শফিকুল ইসলাম শফিক জানান, "শ্যামগঞ্জ বাজারের মুরগী মহাল থেকে নওপাই পর্যন্ত ২ কিমি রাস্তার জন্য ৭৩ লক্ষ ৪৭ হাজার ৮৬৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পুরো রাস্তা খুঁড়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এবং ২৫ মিলি কার্পেটিং করা হবে।"
তিনি আরও বলেন, "এই প্রকল্পটি ময়মনসিংহ এলজিইডি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং আগামী ২৬ মার্চের আগেই কাজ সম্পন্ন হবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, "দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শেষ হলে যানবাহন ও পথচারীদের জন্য চলাচল আরও সহজ হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
মোবাইল 01708561341
0 মন্তব্যসমূহ