তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড - ভোরের সময় অনলাইন তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড



জেলা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় নেশার ট্যাবলেট খেয়ে জনশান্তি বিঘ্ন করায় তিন যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় কলমাকান্দা শহরের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।


সাজাপ্রাপ্ত তিন যু্বক হলেন—উপজেলার রাজাপুর গ্রামের তপন মিয়া (৩১), নাগডরা গ্রামের মো. সোহেল মিয়া (২৫) ও চানপুর গ্রামের কাবিল মিয়া (২৭)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডল খেয়ে কলেজ রোড এলাকায় মাতলামি করে মানুষের শান্তি নষ্ট করছিল ওই তিন যুবক। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম গিয়ে তাদের আটক করে সাজা দেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ