জেলা প্রতিনিধি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, সাবেক সম্পাদক এম,মুখলেছুর রহমান খান, সাংবাদিক দিলওয়ার খান, আলতাবুর রহমান কাশেম, আনিসুর রহমান, কামাল হোসেন, কবীর হোসেন, আলপনা বেগম প্রমূখ। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন , “সাংবাদিক ও জনপ্রশাসন সম-উৎযোগে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব। আমি কাজ করতে এসেছি আমাকে সকলে সহযোগিতা করবেন। ” সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক শাহেদ পারভেজ ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) হিসাবে কর্মরত ছিলেন।
পরবর্তী সময়ে তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসাবে কর্মরত ছিলেন। শিক্ষা জীবনে জেলা প্রশাসক শাহেদ পারভেজ পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডিং থেকে পলিসির উপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।নেত্রকোণায় জেলা প্রশাসক হিসেবে তিনি ২০ জুলাই যোগদান করেন।
সংবাদটি শেয়ার করুন
0 মন্তব্যসমূহ