কেন্দুুয়ায় মশা তাড়ানো ধোয়ার আগুনে পুড়ে ৩ ঘর ছাই - ভোরের সময় অনলাইন কেন্দুুয়ায় মশা তাড়ানো ধোয়ার আগুনে পুড়ে ৩ ঘর ছাই

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


কেন্দুুয়ায় মশা তাড়ানো ধোয়ার আগুনে পুড়ে ৩ ঘর ছাই



(জেলা) প্রতিনিধিঃনেত্রকোণার কেন্দুুয়ায় গোয়াল ঘরে মশা তাড়ানো ধোয়ার আগুনে পুড়ে ৩ ঘর পুড়ে ছাই হয়েছে। গুরুতর আহত হয়েছে দুইটি গরু।এঘটনাটি শুক্রবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে দলপা ইউপির ইটাউতা গ্রামে ঘটে।

সুত্র জানায়, মশা তাড়ানো জন্য সন্ধায় গোয়ালঘরে ধোয়া দেন ক্ষতিগ্রস্তরা। এই ধোয়া থেকে আগুনের সুত্রপাত ঘটে সামাদ মিয়া ও আহাদ মিয়ার গোয়াল পুড়ে যায়। এসময় আবু লায়েছের বসতঘরও আগুনে পুড়ে যায়। সামাদ মিয়া দুইটি গরু মারাত্মক ভাবে আহত হয়েছে। আগুনে পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবী ক্ষতিগ্রস্তদের।

খবর পেয়ে সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম। এসময় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশসহ সহযোগীতারও আশ্বাস দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ