শাহীন খন্দকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ: নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের নসীবপুর গ্রামে জনসাধারণের চলাচলের একটি কাঁচা রাস্তা কেটে ফেলেছে কতিপয় ব্যক্তি। এতে দুর্ভোগে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী স্কুল/কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩শতাধিক পরিবারের লোকজন । রাস্তাটি দ্রুত পুণ:নির্মাণসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ রবিবার (৬আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের নসীবপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়্
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য কামাল মিয়া, স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক, মজিবুর রহমান, আবুল হাসিম, রহিম উদ্দিন প্রমুখ। তারা জানান, রাস্তাটি সরকারি অনুদানে নির্মিত। কেটে ফেলা অংশে জমিটির মালিক নসীবপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে মহসিন ও নূর নবীদের ।,
জমিটি বর্তমানে স্থানীয় বাসিন্দা কালামের কাছে বন্ধক রয়েছে। জমির মালিকের নির্দেশে গত কয়েকদিন আগে নসীবপুর গ্রামের সমেশ আলীর ছেলে আব্দুর রশিদ, মৃত নবাব আলীর ছেলে শাহীন, মৃত মিরাশ আলীর ছেলে বকুল মিয়াসহ বেশ কয়েকজন মিলে দিন দুপুরে রাস্তাটি কেটে ফেলেছে। বিকল্প রাস্তা না থাকায় তারা বাড়ি থেকে বাইসাকেলসহ অন্যান্য যানবাহন দিয়ে জেলা সদর ও উপজেলাসদরসহ অন্যান্য জায়গায় যেতে পারছেন না। বিষয়টির প্রতিকার চেয়ে ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা। ,
রাস্তা কেটে ফেলার কথা স্বীকার করে অভিযুক্তদের মধ্যে শাহীন মিয়া নামে একজন জানান, তাদের ২০/২৫টি পরিবার নসীবপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আব্দুস ছাত্তারের জমি সংলগ্ন রাস্তা দিয়ে চলাচল করতেন। গত ৭মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুস ছাত্তার ওই রাস্তাটি কেটে ফেলেন। প্রতিকার চেয়ে থানা পুলিশসহ বিভিন্ন স্তরের মানুষের কাছে বিচার চেয়েছেন। বিচার না পেয়ে ক্ষোভে তারা রাস্তাটি কেটে ফেলেছেন।,
পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল জানান, রাস্তা কেটে ফেলার বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক । দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করব।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আমি এই কয়দিন প্রশিক্ষনে ছিলাম। আবেদনটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ,
0 মন্তব্যসমূহ