পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত



শাহীন খন্দকার , পূ্র্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যেক সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার (১৩ অক্টোবর ) উপজেলা প্রশাসন ও পূর্বধলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, নব যোগদানকৃত পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মুহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পূ্র্বধলা ফায়ার সার্ভিসের লিডার আবু সাঈদ মন্ডল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূ্র্বধলা উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি সাংবাদিক এমদাদুল ইসলাম, এসএম ওয়াদুদ প্রমুখ। এছাড়া উপজেলার স্থানীয় সাংবাদিক বৃন্দ রেড ক্রিসেন্ট সোসাইটির টিম, কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাকেই সচেতন থাকবে হবে। এর আগে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 'ক' বিভাগ ও ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 'খ' বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৬ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ