শাহীন খন্দকার পূ্র্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দের উদ্যোগে আজ ( ৪ নভেম্বর) শনিবার উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন বিদ্যালয় ও কলেজে’র শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা , সাংবাদিক মো. এমদাদুল ইসলাম, মোস্তাক আহমেদ খান, শফিকুল ইসলাম খান, ভোরের সময় এর প্রকাশক ও সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, প্রেসক্লাব পূর্বধলার, মোঃ শাহিন খন্দকার। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ অনুষ্ঠানে আগত শিক্ষার্থী ও নারী নেত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, মেয়েরা স্টুডেন্ট লাইফ থেকে যদি স্বাস্থ্যের প্রতি সচেতন না হয় তাহলে পরবর্তী সময়ে বড় ধরনের রোগ দেখা দিতে পারে।,
এখন থেকে প্রতিটা কাজে কামে স্বাস্থ্য সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।,
মোঃ শাহীন খন্দকার,
পূর্বধলা, নেত্রকোনা।
তারিখ:২/১১/২০২৩
মোবাইল:০১৭৫০৩২৪১২১
0 মন্তব্যসমূহ