কখনো বিশিষ্ট মন্ত্রীদের স্ত্রী, কখনো সেনাবাহিনীর বড় অফিসার, কখনো বড় ডাক্তার। এভাবে মোবাইল ফোনে সুকৌশলে বিভিন্ন ফোন নম্বর দিয়ে, একেক সময় একেক পরিচয় দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়া কিংবা অন্য কোন বড় উপহার নেয়াই তাদের কাজ। এ প্রতারক চক্র অভিনব কায়দায় কখনো সরকারি চাকুরী দিবে বলে, কখনো সরকারি বড় কাজ করে দিবে বলে, কখনো রাজনৈতিক পদ পদবী পাইয়ে দিবে বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
তারই ধারাবাহিকতায় কলমাকান্দা থানার ভিকটিম মকবুল হোসেনের কাছ থেকে রাজনৈতিক পদ-পদবী, সরকারি চাকুরী, বড় ধরনের কাজ, যেকোন মামলার রায় ভিকটিমের পক্ষে দিবে বলে প্রায় ০৭(সাত) লক্ষ টাকা এবং বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করে। এই সংবাদ নেত্রকোনা ডিবি’র পেয়ে আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় ডিবি পশ্চিম এর একটি চৌকস অভিযানিক দল নেত্রকোণা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া প্রতারক সদস্য ১.কাবেরী বেগম কণা(৪০) ২.সাদিয়া আফরিন মুক্তা(২৪) ৩. মো:জাহাঙ্গীর আলম(৪০) সর্ব সাং- পূর্বধলা, নেত্রকোণাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
0 মন্তব্যসমূহ