নেত্রকোনার মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জুয়েল মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত আরো ৩০ জন আহত হয়েছে। এরমধ্যে ;গুরুতর আহত ;১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।,
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাইটাইল ;ইউনিয়নের বাঁশরী (বাফলা) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত জুয়েল মিয়া বাঁশরী (বাফলা) গ্রামের সুলতু মিয়ার ছেলে।,
এদিকে সজিব, জানু, রাহিম ও ফজলুল হক মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে পুলিশ তাদের আটক করে। আহতদের মধ্যে অন্যরা মদন ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।,
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ঝুমুর গানের আসর জমায়। গানের আসরে চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের চন্দনের ছেলে মাহফুজের সাথে একই গ্রামের নূরুল হকের ছেলে সাব্বিরের বাকবিতণ্ডা হয়। পরদিন সকালে মাহফুজ নিজ বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে মারধর করে।,
বিষয়টি মীমাংসার জন্য আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমাণ্য লোকজন কাইটাইল বাজারে সালিশি বৈঠকে বসেন। এ সময় দু-পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সংর্ঘের ঘটনায় চন্দন মিয়ার গ্রুপের জুয়েল মিয়া গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।,
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, ‘দু-পক্ষের সংঘর্ষে জুয়েল নামের একজন ব্যক্তি মারা গেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে হাসপাতাল থেকে ৪ ব্যক্তিকে আটত করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।,

.jpeg)
0 মন্তব্যসমূহ