পূর্বধলায় জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, আহত ৩ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, আহত ৩

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, আহত ৩



 শাহীন খান্দকার, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী গ্রামে জমির বোরো ধান কাটা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বিশকাকুনী গ্রামের মৃত মেহের আলী'র ছেলে আবু তাহের (৪৫), একই গ্রামের মৃত আদম আলীর ছেলে রতন মিয়া (৪৫) ও বাবুল মিয়া (৩৬)। গত শনিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত আবু তাহের জানান, প্রতিবেশী শহীদ আহাম্মদের নেতৃত্বে ৮-১০ জন সকাল ছয়টার দিকে জমির কাঁচা বোরো ধান কাটতে থাকেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের চার-পাঁচজন গিয়ে বাধা দিলে তাঁরা হামলা ও এলোপাতাড়ি তাঁদের মারধর করেন। এতে তিনিসহ তিনজন আহত হন। ,


পরে গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন জানান, আবু তাহের ও শহীদ আহাম্মদের মধ্যে ৪৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। যেহেতু কৃষি জমি পতিত রাখা যাবে না তাই গ্রাম্য শালিসে তৃতীয় পক্ষকে বোরো ধান চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বোরো ধান লাগানোর আগে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য তিনবার বৈঠক হয়েছে।,


ওই বৈঠকে শহীদ আহাম্মদদের দলিলপত্র নিয়ে বসতে বললেন তা না শোনে ঝগড়ার সৃষ্টি করে মীমাংসায় রাজি হননি। ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আবু তাহের ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে শহীদ আহাম্মদের নেতৃত্বে তিন জনকে গুরুতর আহত করে। শহীদ আহাম্মদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পূর্বধলা থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ