কোরবানি ঈদের পর নতুন সূচিতে চলবে সরকারি অফিস, - ভোরের সময় অনলাইন কোরবানি ঈদের পর নতুন সূচিতে চলবে সরকারি অফিস,

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


কোরবানি ঈদের পর নতুন সূচিতে চলবে সরকারি অফিস,



কোরবানি ঈদের পর নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিস সময়সূচি ঠিক করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সূচির অনুমোদন দেয়া হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষের সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। গত বছরের ১৫ নভেম্বর থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্থারণ করা হয়। এর আগে গত বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস ৮টা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ