সাভারের ট্যানারিগুলোতে নির্ধারিত দামেই কেনা হচ্ছে পশুর কাঁচা চামড়া ছয় লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আপাতত লবণ মাখিয়ে সংগ্রহ করে রাখা হবে কাঁচা চামড়া লবণের সংকট নেই ঈদুল আজহার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করে সাভারের হেমায়েতপুর অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীতে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার বুধবার বিকাল পর্যন্ত দুই দিনে প্রায় ৫ লাখ পিস কাঁচা চামড়া ট্যানারিগুলোতে ঢুকেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) কর্তৃক আয়োজিত ঈদুল আজহা পরবর্তী এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। চামড়াবাহী ট্রাক ঢোকার সময় শিল্পনগরী ঘুরে দেখা যায়, ট্যানারিগুলোয় কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে থরে থরে সাজানো হচ্ছে এসব চামড়া। ট্যানারি শ্রমিক আবু জাফর বলেন, ‘সোমবার থেকে ট্যানারিতে কাঁচা চামড়া আসার সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার করে লবণ মেখেছি।,
ট্যানারি মালিকরা জানান, ‘ঈদের দিন দুপুর বেলা থেকেই অনেক মাদ্রাসা মসজিদ থেকে ও মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসা শুরু করেছে।’ সাভার চামড়া শিল্পনগরীতে অবস্থিত আব্দুল্লাহ লেদারের মালিক খালেক মিয়া বলেন, ‘যারা চামড়া নিয়ে এসেছেন তাদের অনেকেই লবণ ছাড়া এখানে কাঁচা চামড়া নিয়ে এসেছে। আমরা চামড়া পরিষ্কার করে লবণ মাখিয়ে থরে থরে সাজিয়ে রেখেছি। কমপক্ষে দুই আড়াই মাস চামড়া এভাবে রাখা যাবে। তিনি আরও বলেন, ‘আমরা মাদ্রাসায় আগেই কথা বলে রেখেছি। সরাসরি মাদ্রাসা থেকেই চামড়া কিনছি। লবণ মাখানোর খরচ বাদ দিয়ে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সে দামেই লবণযুক্ত চামড়া ১২০০ টাকা করে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ ঢাকা টাইমসকে বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমরা দেশের সবজায়গা থেকে চামড়া সংগ্রহ করে যাচ্ছি। এবার আমাদের চামড়া সংগ্রহের লক্ষমাত্রা অর্জন হবে বলে আমরা আশা করছি।,
লবণের উৎপাদন বেশি থাকায় লবণের কোনো ঘাটতি হয়নি। সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ করা হচ্ছে। সামান্য কিছু জায়গায় বরকির চামড়া হওয়ায় তা নেওয়া সম্ভব হয়নি। সেগুলো নষ্ট হয়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রা পূরণ হবে।’ চামড়া শিল্পনগরীর প্রস্তুতির বিষয়ে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজোয়ান বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৫ লাখ চামড়া ঢুকেছে ট্যানারিতে। আরও চামড়া ঢোকার সম্ভাবনা আছে। বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ‘সর্বশেষ আমাদের সাভার ট্যানারিতে প্রায় ৫ লাখ পিস চামড়া প্রবেশ করেছে।,
এবার দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। আমরা প্রান্তিক পর্যায়ে প্রত্যেক জেলায় ডিলারের মাধ্যমে পর্যাপ্ত লবণ সরবরাহ করার ব্যবস্থা করেছি এবং লবণের মূল্য গতবারের চেয়ে কেজিতে দুই টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশে কোথাও লবণ সংকটে পড়েছে এরকম রিপোর্ট পাইনি।
0 মন্তব্যসমূহ