চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে বাসার তালা ভেঙে ৩৬ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মনিরুল ইসলাম ও সায়েরা খাতুন দম্পতির বাসায় এ চুরির ঘটনা ঘটে।মনিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে বিভাগে কাজ করেন আর তার স্ত্রী সায়েরা খাতুন সিনিয়র স্টাফ নার্স।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা ভুক্তভোগী, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সায়েরা খাতুনের। সায়েরা খাতুন জানান, বাসায় তাল দিয়ে সকাল ৯টা মধ্যেই ডিউটিতে চলে যান তারা
দুপুর পৌনে ১২টার দিকে তার স্বামী প্রথমে বাসায় এসে দেখতে পান বাসার তালা ভাঙা, পরে তাকে ফোনে জানালে তিনি এসে দেখেন ঘরে এলোমেলো অবস্থায় ডয়ারগুলো পড়ে আছে। সেই সঙ্গে তার ও তার মেয়ের সব গয়না চুরি হয়ে গেছে।
সবমিলিয়ে যার পরিমাণ ৩৬ ভরি হবে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে চুরির ঘটনা জানার পর, ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে পুলিশ। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছি।
আমাদের নিউজ সহজে পেতে নিজস্ব তৈরি অ্যাপ ডাউনলোড করুন কোন ঝামেলা বিহীন।
ই-মেইল বক্স
অনলাইন নিউজ পোর্টাল কি?
অনলাইন নিউজ পোর্টাল কি? অনলাইন নিউজ পোর্টাল হল বিশেষভাবে তৈরি করা ওয়েবসাইট, যেখানে প্রচলিত সংবাদ উৎস্য থেকে তথ্য সংগ্রহ করে তা সংবাদ আকারে প্রকাশ করা হয়। এ তথ্য গুলো আসতে পারে ই মেইল, অনলাইন ফোরাম,সার্চ ইঞ্জিন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম।
0 মন্তব্যসমূহ