গাজায় হাজারো মানুষের জন্য একটি টয়লেট, - ভোরের সময় অনলাইন গাজায় হাজারো মানুষের জন্য একটি টয়লেট,

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গাজায় হাজারো মানুষের জন্য একটি টয়লেট,



প্রায় আট মাস ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। বিশেষ করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার অক্সফাম ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজার অধিকাংশ মানুষ নিরাপদ পানির অভাব ও স্যানিটেশন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। হাজারের বেশি মানুষ একটি টয়লেট ব্যবহার করছেন। গাজার দক্ষিণের আল–মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া ৫ লাখের বেশি মানুষের জন্য মাত্র ১২১টি টয়লেট রয়েছে। ফলে চার হাজারের বেশি মানুষকে ব্যবহার করতে হচ্ছে একটি টয়লেট। অক্সফামের প্রতিবেদনে আরও বলা হয়, হামলা ও অবরোধের পাশাপাশি ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধার কারণে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে গাজায়। অধিকাংশ শিশুদের দিন কাটছে অনাহারে। অনেক সময় পুরো একটা দিন না খেয়ে থাকছে শিশুরা।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে গাজার দক্ষিণের রাফাহ অঞ্চলে মিশর সীমান্তের কাছে বোমা হামলা ও হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি হামলার কারণে উপত্যকার উত্তর থেকে দক্ষিণের এই অঞ্চলে নিরাপত্তার সন্ধানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। হামলা জোরদার করায় ওই অঞ্চলটিও ছাড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, রাফাহ থেকে অন্য এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ