শাহীন খন্দকার। পূর্বধলা, (নেত্রকোনা) প্রতিনিধিঃ ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী নেত্রকোনার পূর্বধলায় অসহায় ও হতদরিদ্র ৬ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন আমেরিকা প্রবাসি ও বিশিষ্ট সমাজ সেবক আমানুর রশিদ খান জুয়েল। তিনি ( ১৩ অক্টোবর) রবিবার উপজেলার ঘাগড়া ও জারিয়া ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলার ঘাগড়া বাজার, খাটুয়ারী, নাটেরকোনা ৩ এলাকায় এসব ত্রাণ সমামগ্রী বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন, আমানুর রসিদ খান জুয়েল এর সহোদর ছোট ভাই বজলুর রশিদ খান ইপেল, হাজী আবুল বাসার, মোস্তফা কামাল, তৌহিদুল কবীর রাসেল, রেজাউল করিম লেলিন, মানিক মিয়া, আরিফুল হক খোকন, মতি আকন্দ, হিরা আকন্দ, অমল চন্দ্র দশ, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম লাল চান সহ অন্যেরা।
এসময় বন্যা কবলিত ৬শ’টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার ভোজ্যতেল বিতরণ করা হয়।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
শাহীন খন্দকার।
পূর্বধলা, নেত্রকোনা।
তারিখঃ ১৩/১০/২০২৪
মোবাইলঃ ০১৭৫০৩২৪১২১
0 মন্তব্যসমূহ