গৌরীপুরে ভিমরুলের আক্রমণে আহত ৫০ জন। - ভোরের সময় অনলাইন গৌরীপুরে ভিমরুলের আক্রমণে আহত ৫০ জন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে ভিমরুলের আক্রমণে আহত ৫০ জন।



মোরসালিন আহমেদ ( মুসা ), গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভিমরুলের কামড়ে অন্তত ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে রোববার দুপুরে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে।

স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশের একটি গাছে ভিমরুলের বাসা থাকায় পথচারী, যাত্রী এবং যানবাহনের চালকরা আক্রমণের শিকার হন।

আহতদের মধ্যে রয়েছেন রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আঃ খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাত (২১) সহ আরও অনেকেই। এদের বেশিরভাগই পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রী।

পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের গৌরীপুর উপজেলার মাঠকর্মী ফেরদৌসী বেগম বলেন, "লামাপাড়া থেকে রোগীদের নিয়ে ইজিবাইকে যাওয়ার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে ভিমরুলের আক্রমণে আমরা আটজন আহত হই, যার মধ্যে একটি শিশু ছিল মাত্র ৪০ দিনের।"

আহতদের প্রাথমিক চিকিৎসা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়। তবে দশজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হারুন-অর-রশিদ।

ভিমরুলের কামড়ে আক্রান্ত হওয়ার এই ধরনের ঘটনা প্রতিরোধে এবং ভবিষ্যতে এমন বিপদ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সর্তকতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ