চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে বিশেষ টহল দলের হাবিলদার মো. মুরাদুল ইসলাম ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশনে মহানন্দা এক্সপ্রেসে অভিযান চালায়।
এ সময় ট্রেনের একটি বগিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে তিনটি কাচের বোতলে ২ কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের বিষাক্ত সাপের বিষ উদ্ধার হয়।
এ ঘটনায় দর্শনা থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ