পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রবিকুল হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগ এলাকায় জনৈক সুহেল এর ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনার পূ্র্বধলা উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে দুলাল মিয়া (৪২) এবং গ্রেফতারকৃত দুলাল মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া ওরফে বাবু (১৭)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পাঘাড়ে মাছ ধরাকে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার ) বিকেল ৩ টার দিকে শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে রবিকুল ইসলামের মোটরসাইকেলের গতিরোধ করে দুলাল মিয়ার হুকুমে প্রতিপক্ষ হৃদয় মিয়া গং রবিকুলকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে হাত-পা ভেঙ্গে দেয়।
জখমী রবিকুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা উত্তেজিত হ
য়ে সন্ধ্যায় শিবপুর গ্রামের দুলাল মিয়া ও জরিনার বাড়ি এবং সকালে পূর্ব ভিকুনীয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে গিয়াস উদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস ও আব্দুর রসিদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও গরু ছাগল এবং গোলায় রাখা ধান নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রবিকুল ইসলামের ভাই আব্দুস ছাত্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানার এসআই (পুলিশ উপ-পরিদর্শক) রাশেদ হাসান পলাতক বাবা ও ছেলেকে গ্রেফতার করেন।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে বিষয়টি নিশ্চিত করে জানান, রবিকুল হত্যা মামলায় পলাতক আসামিদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্বধলা থানার এসআই রাশেদ হাসান, এএসআই আলমগীর, শাহজাহান কবির সঙ্গীয় ফোর্স আসামীদ্বয়কে গ্রেফতার করেন এবং আজ রোববার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ