পারভেজ-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের। - ভোরের সময় অনলাইন পারভেজ-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পারভেজ-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের।



পারভেজ হোসেন ইমন শুরুতেই ঝড় তোলেন। তবে অন্যপ্রান্তে তেমন সহযোগিতা না পাওয়ায় রান খুব বেশ এগোয়নি। মিডল ওভারে ইমনকে ফিরিয়ে রানের লাগাম টেনে ধরে আফগানরা।

তবে শেষদিকে আবার ঝড় তোলেন তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন। ৪৫ বলে ৭০ রানের এই জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ 'এ' দল।

ওমানের আল এমিরাত স্টেডিয়ামে রোববার (২০ অক্টোবর) ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান 'এ' দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ 'এ' দল।

প্রথম ইনিংস শেষে আফগানদের ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল মাঝারি মানের। ওপেনিং জুটি থেকে আসে ২১ রান। ৪ বলে ৭ রান করে বিলাল সামির বলে আউট হয়েছেন জিশান আলম।

তবে অন্যপ্রান্তে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন। পাওয়ারপ্লেতে ৪৫ রান আসে বাংলাদেশের।
পাওয়ারপ্লের পর আরও বিধ্বংসী রূপ ধারণ করেন ইমন। কায়েস আহমেদকে ছক্কা মেরে ২৬ বলে পূর্ণ করেন নিজের ফিফটি। তবে অর্ধশতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

দশম ওভারে দলীয় ৭৭ রানে আউট হন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ