মোরসালিন আহমেদ মুসা, গৌরীপুর, প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরের শাহিদা আক্তার (১৪) যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা মাহফুজা বেগম। সোমবার (২১ অক্টোবর) তিনি বলেন, "আমার মেয়ে শাহিদা মরতে পারে না, তাকে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
গৃহকর্তা নুরুল হায়দার রাকিব একাধিকবার মেয়ের স্পর্শকাতর স্থানে ধরার চেষ্টা করেছে। মেয়ে সেটা তার স্ত্রী নাদিরা নাজনীন সেতুকে জানালে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং মারামারি হয়। আমার মেয়ে হয় লজ্জায় আত্মহত্যা করেছে, নয়তো তাকে মেরে ফেলা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।"
শাহিদা ঢাকার খিলগাঁও তিলপা পাড়ায় নুরুল হায়দারের বাসায় গৃহকর্মীর কাজ করতো। ঘটনার দিন বাড়ির সবাই বাইরে থাকার সুযোগে শাহিদার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শাহিদার নানার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে নুরুল হায়দার এবং তার স্ত্রী নাদিরা নাজনীন সেতুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা সেতুর বাবার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী হস্তক্ষেপ করে।
শাহিদার লাশ এলাকায় পৌঁছানোর পর বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। নিহতের বাবা শহিদ মিয়া জানান, তার মেয়ে চার বছর ধরে ঢাকায় গৃহপরিচারিকার কাজ করছিল। তিনি দাবি করেন, "আমার মেয়ে কেন লাশ হয়ে বাড়ি ফিরল, আমি এর বিচার চাই।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ