আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ভোলায় এক ঘণ্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা হয়েছেন দশম শ্রেণির ছাত্রী নূর ফাতেমা (১৫)। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রতীকী দায়িত্ব পালন করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এই সদস্য।
কন্যাশিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গালর্স টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন তাকে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন। এ সময় সে জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করেন। শিশু একাডেমিতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিশুবান্ধব পরিবেশে সব ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে আহ্বান জানান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন বলেন, বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফের প্রতি বছর গালর্স টেকওভার কার্যক্রম প্রশংসনীয়। এর মাধ্যমে কন্যাশিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে। প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে নারী ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় ব্যতিক্রম আয়োজন করে এনসিটিএফ।
এ সময় নুর ফাতেমা বলেন, এক ঘণ্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করে খুবই খুশি। জেলার সব নারী-শিশুদের সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চিত ও ভোলা জেলাকে নারী-শিশু বান্ধব, ইভটিজিং এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার সুপারিশ করে সে। নুর ফাতেমা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শরাফত হোসেনের মেয়ে।
এ সময় ভোলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, ইয়েস বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন
0 মন্তব্যসমূহ