ভুল দর্শনে চলছে দেশের ক্রিকেট। দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা নেই, শুধু স্বল্প সময়ে সাফল্য খোঁজার আপ্রাণ চেষ্টা বোর্ডের। তাইতো কোনো ফরম্যাটেই নিজেদের অবস্থান পোক্ত করতে পারছে না টাইগাররা, বলছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রশ্ন তুলেছেন বিসিবির এইচপি ইউনিট কিংবা বাংলা টাইগার্স প্রোগ্রামের ধরন নিয়েও। ম্যাচ আসে ম্যাচ যায়, ভেন্যু বদলায়, বদলায় ফরম্যাট।
তবে টাইগারদের হতশ্রী পারফম্যান্সের দেখা যায় না ইতি। সমাপ্তি টানা হয় না ব্যর্থতার। মাঝে মধ্যে ফ্লুক হয়ে ধরা দেয় সাফল্য, তাতেই বোর্ড কর্তা কিংবা ক্রিকেটারদের যেন মাটিতেই পা পড়ে না। টেস্ট স্ট্যাটাসের দুই যুগ কিংবা কিংবা ১৮ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার। কোনো লক্ষ্য কি ঠিক করতে পেরেছে বাংলাদেশ? বরং যারাই যখন বিসিবির দায়িত্ব নিয়েছে, খুঁজেছে সফলতার শর্টকাট পথ।
তাইতো ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার কথা না হয় বাদই দেয়া গেল, বাংলাদেশ পরে শুরু করেও অন্তত সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তান,স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড মুগ্ধতা ছড়ায় বিশ্ব ক্রিকেটে। তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে পরবর্তী দুই-তিন বছর পর কোন জায়গায় দেখতে চায়? ক্রিকেট বোর্ডের যদি কোনো ভিশন না থাকে, শুধু ক্রিকেটার আর কোচের ভিশন নিয়ে কখনো সফল হওয়া যাবে না।
ভিশন না থাকলে ভারতও কখনো এত অর্জন পেত না। সুতরাং বিসিবির কী ভিশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওনাদের ভিশন আমরা এ সিরিজ জিতলে খুশি। খেলোয়াড়রা দুটা ম্যাচ জিতলে খুশি। তাহলে তো হলো না। ওপর থেকে নিচে; একটা স্পষ্ট বার্তা থাকতে হবে।
0 মন্তব্যসমূহ