পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পূর্বধলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া গ্রামে রেললাইনের পাশে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, ২৩ অক্টোবর সকালে রেললাইন সংলগ্ন রিয়াজ উদ্দিনের পুকুরে লাশটি দেখতে পেয়ে তারা শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মোহাম্মদ নুরুল আলম জানান, ভোর রাতে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল এসে লাশটি উদ্ধার করে।
এসআই মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীর বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা ট্রেনের সাথে ধাক্কা লাগার ফলেও হতে পারে। বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।
0 মন্তব্যসমূহ