মোরসালিন আহমেদ ( মুসা ), গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়, এবং স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পুর নেতৃত্বে রোববার (২৭ অক্টোবর/২৪) গৌরীপুরের উত্তর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উত্তর বাজারে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হচ্ছেন।
অন্যদের মধ্যে যুবদল নেতা আবিদ হাসান রাহাত, মনোয়ার জাহান সফল, বাবুল হোসেন মেম্বার, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়।
ক্যাম্পের মাধ্যমে বিশেষ করে দরিদ্র জনগণ উপকৃত হয়েছেন বলে স্থানীয়দের মতামত। কর্মসূচি শেষে, জাহাঙ্গীর আলম পাপ্পু দলীয় নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালের পর থেকে উত্তরবাজার এলাকায় দলীয় নেতা-কর্মীরা জড়ো হন এবং পরে সবাই মিলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
0 মন্তব্যসমূহ