ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর তেজগাঁওয়ে শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ হত্যা মামলায় ডিবি পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) তেজগাঁও থানার এ মামলায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ আবেদন করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালায় পুলিশ। ওইদিন আন্দোলনরতদের মধ্যে রমিজ উদ্দিন চোখে গুলিবিদ্ধ হয়। পরে তার মৃত্যু নিশ্চিতে আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় লোহার রড ও পাইপ দিয়ে তাকে আঘাত করা হয়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রমিজকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।
উল্লেখ্য, ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ’র বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উচ্চ আদালতে আইনজীবীদের লাঞ্ছিত করাসহ সাংবাদিকদের মারধরের অভিযোগও রয়েছে।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ