অবশেষে দীঘিতেই আটকালেন রাফী! - ভোরের সময় অনলাইন অবশেষে দীঘিতেই আটকালেন রাফী!

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


অবশেষে দীঘিতেই আটকালেন রাফী!



ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তাদের মধ্যকার দ্বন্দ্বের কথা সিনেমাপ্রেমীদের অজানা নয়। এই দ্বন্দ্ব দুই বছর পুরনো হলেও দর্শকের মনে রয়ে গেছে। কারণ, সে সময় ঘটনাটি দারুণ আলোচনার জন্ম দেয়।


রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় নায়িকা হিসেবে তমা মির্জার নাম ঘোষণা করার পরই দীঘি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। 



দীঘি অভিযোগ করেন বলেছিলেন, রায়হান রাফী তাকে একটি সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দিয়েছেন।



দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেন নির্মাতা রায়হান রাফী বলেছিলেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’



দীঘিকে পরামর্শ দিয়ে রাফী সে সময় বলেছিলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটি না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে। এরপর থেকে এই নির্মাতা আর অভিনেত্রীকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনকি দীঘি নিজেকে আমূল বদেলে ফেলেছেন। আগের চেয়ে ফিট হয়েছেন, টিকটকও বাদ দিয়েছেন বললেই চলে।



অবশেষে একই অনুষ্ঠানে দেখা গেলো রাফী আর দীঘিকে। শুধু দেখাই গেল না, পুরো সময়টা তারা পাশাপাশি সিটে বসে সিনেমা দেখলেন। সিনেমা শেষে রাফীর নির্মাণের ভূয়সী প্রশংসাও করেন দীঘি। তাহলে কি রাফীর সিনেমায় দেখা যাবে দীঘিকে? এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘সেটা রাফীই ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।’



এদিকে শোনা যাচ্ছে এতকিছুর পর এবার সেই দীঘিতেই ফিরছেন এ নির্মাতা। গুঞ্জন উঠেছে চরকির মিনিস্ট্রি অব লাভ’ এর একটি প্রজেক্টে রাফীর পরিচালনায় দীঘিকে দেখা যাবে। যেখানে আরও একটি নারী চরিত্র আছে। তবে মূল চমক হিসেবে এই সিরিজে থাকবেন জাহিদ হাসান।



এ বিষয়ে রাফী গণমাধ্যমে বলেন, ‘দীঘির সঙ্গে একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে। জাহিদ হাসানও থাকবেন। তবে এখনও চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেব। অর্থাৎ দীঘিকে নিয়ে কাজ করা সম্ভব নয় বলে ২ বছর আগে রাফী জানালেও এ নায়িকাই এখন তার পছন্দের তালিকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ