শহীদ আবরার ফাহাদ স্মরণে পূর্বধলায় মৌন মিছিল। - ভোরের সময় অনলাইন শহীদ আবরার ফাহাদ স্মরণে পূর্বধলায় মৌন মিছিল।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


শহীদ আবরার ফাহাদ স্মরণে পূর্বধলায় মৌন মিছিল।



মোঃ আল ইমরান স্টাফ রিপোর্টার: পূর্বধলা সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর ২০২৪) বিকালে পূর্বধলা কলেজ ছাত্রদল আহবায়ক আনিসুজ্জামান আনিস এর সভাপতিত্বে মৌন মিছিলটি পূর্বধলা সরকারি কলেজের সামনে থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মৌন মিছিল শেষে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।


এসময় নিরাপদ ও মুক্তচর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের অপকর্মের নিন্দা জ্ঞাপন করে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আনিসুজ্জামান আনিস বলেন,আবরার ও বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে।


এসময় আনিসুজ্জান আনিস আরও বলেন আওয়ামী প্রশাসন কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন দ্রুত বাতিল করে বিশ্ববিদ্যালয় গুলোতে মুক্তচর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তর করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হক মিয়া,সদস্য সচিব মো:রোবায়েত খান শান্ত, ছাত্র নেতা আজারুল হক জয়,ছাত্র নেতা রাফিন আহমেদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ