গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - ভোরের সময় অনলাইন গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত



মোরসালিন আহমেদ ( মুসা ), গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী স্বপ্না বসাকের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং দলিল লেখকদের সাথে অশালীন আচরণের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর, ২০২৪) বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বপ্না বসাকের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং দলিল লেখকদের হয়রানি বৃদ্ধি পেয়েছে। বক্তাদের ভাষ্যমতে, স্বপ্না বসাক প্রতিটি দলিলের জন্য কমিশন দাবি করেন এবং সেরেস্তার নামেও ঘুষ দিতে হয়। বক্তারা তাকে এ অফিস থেকে অপসারণের দাবি জানান।


তবে এসব অভিযোগ অস্বীকার করে অফিস সহকারী স্বপ্না বসাক জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা এবং তিনি কারো সাথে দুর্নীতি বা হয়রানির সঙ্গে যুক্ত নন।


প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্সী। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলিল লেখক আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান সোহেল, একেএম শাহজাহান কাদের, মো. শফিকুল আলম ভূট্টোসহ অন্যান্য নেতৃবৃন্দ।


গৌরীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম জানান, তিনি এ অফিসে মাত্র সাতদিন আগে যোগদান করেছেন এবং এখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ পাননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ