এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাকি বিনতে রহমান, পূ্র্বধলা থানার এসআই সাদেকুজ্জামান, পূ্র্বধলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, পূ্র্বধলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এসএম ওয়াদুদ প্রমুখ।
এছাড়া পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জয়েন আলী, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ভোরের সময়ের শাহিন খন্দকার, উপজেলার স্থানীয় সাংবাদিক বৃন্দ, কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময়উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাকেই সচেতন থাকবে হবে।
শাহীন খন্দকার।
পূর্বধলা, নেত্রকোনা।
তারিখ: ১৩/১০/২০২৪
মোবাইল:০১৭৫০৩২৪১২১
0 মন্তব্যসমূহ