গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন। - ভোরের সময় অনলাইন গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন।



গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজার শেষ দিনে, ১৩ অক্টোবর ২০২৪ (রবিবার), ময়মনসিংহের গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গা প্রতিমার বিসর্জন অনুষ্ঠিত হয়। পৌর শহরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অনন্তসাগর পুকুরে, ডৌহাখলার নিজ নিজ পুকুরে, শ্যামগঞ্জের পুজামণ্ডপের প্রতিমা মইলাকান্দা গোবিন্দ বণিকের পুকুরে, সহনাটীর জলবুরুঙ্গা নদীতে এবং ভাংনামারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে বিসর্জন করা হয়।



বিসর্জনকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ারের নেতৃত্বে সুরক্ষাবলয় গড়ে তোলা হয়।



উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার জানান, এ বছর গৌরীপুরে ৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।


এদিকে, বিসর্জনের দিন দুপুর থেকে বিভিন্ন মণ্ডপে পূজারীরা সত্য, ন্যায় ও মঙ্গলের জন্য রঙ খেলার মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। কালিখলা, দুর্গাবাড়ি, মধ্যবাজার, স্টেশনরোড পুরাতন রাইসমিল এবং বাগানবাড়ি পূজামণ্ডপে রঙ খেলার উন্মাদনায় মেতে উঠতে দেখা যায় সবাইকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রাখল চন্দ্র সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ আজিজুল হক, হাবিবুল ইসলাম খান শহিদ, ফারুক আহমেদ, এসএ দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র করসহ আরও অনেকে।


কবি অনামিকা সরকার এই উপলক্ষে বলেন, "মা দুর্গা মঙ্গলের আশীর্বাদ নিয়ে এসেছেন, আমরা প্রার্থনা করছি যেন পৃথিবী মঙ্গলময় হয় এবং প্রাকৃতিক দুর্যোগমুক্ত হয়।


এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ