পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশন। শনিবার (১২ অক্টোবর) উপজেলার জারিয়া ইউনিয়নের নাটোরকোনা গ্রামে ও ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়।
সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম আরিফ, সংগঠনটির সভাপতি উজ্জ্বল খান, ডাঃ মোঃ মামুন (সি এইচ সি ডি), পশু চিকিৎসক মোঃ কামাল হোসেনসহ আরও অনেকে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম আরিফ বলেন, বন্যা পরবর্তী সময়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা এই মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকা জারিয়া ইউনিয়নের নাটোরকোনা গ্রামে ও ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রের ২টি স্থানে প্রায় ৪০০শত বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বন্যা কবলিত এলাকায় প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ ও শিশুদের জন্য চিকিৎসা সেবা এবং গবাদি পশুর জন্য চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও সকল দুর্যোগে পাশে থাকবো ইনশাআল্লাহ।
বন্যা কবলিত আয়োজিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা দিয়েছেন ডাঃ মোঃ মামুন (সি এইচ সি ডি), পশু চিকিৎসক মোঃ কামাল হোসেন। এসময় চিকিৎসা সেবা গ্রহণ করতে আসা মানুষের উদ্দেশ্যে ডাঃ মোঃ মামুন বলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে খাবারের আগে ও পরে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করা, টয়লেট ব্যবহার করার শেষে সাবান দিয়ে হাত পরিষ্কার করার আহ্বান জানান।
সেবা গ্রহণকারীদের পক্ষ থেকে মোঃ নাজিম উদ্দিন বলেন, সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ ও স্বাগতম জানাই এরকম পরিস্থিতিতে আমাদের এলাকাবাসীর পাশে এসে দাঁড়ানোর জন্য।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন
0 মন্তব্যসমূহ