অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। - ভোরের সময় অনলাইন অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।



আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনটাই সত্যি হলো। ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন তারকা এই ক্রিকেটার।


মঙ্গলবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানেই জানান, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।


অবসরের ঘোষণা দিয়ে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি টি-২০ থেকে অবসর নিচ্ছি। এটাই আমার শেষ সিরিজ। আসলে এখানে আসার আগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কোচ, ক্যাপ্টেন সবাই জানত। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই (বাংলাদেশের) প্রস্তুতি শুরু করা উচিত।



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ৮ ফিফটির সঙ্গে ২৩.৪৮ গড় এবং প্রায় ১১৮ স্ট্রাইকরেটে তিনি ২৩৯৫ রান করেছেন। এ ছাড়া বল হাতে তিনি সংক্ষিপ্ত সংস্করণটিতে শিকার করেন ৪০ উইকেট।



উল্লেখ্য, আগামীকাল (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেটিই হবে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহর শেষ টি–টোয়েন্টি ম্যাচ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ