খালিয়াজুরীতে বজ্রপাতে একজন নিহত, আহত ২ - ভোরের সময় অনলাইন খালিয়াজুরীতে বজ্রপাতে একজন নিহত, আহত ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


খালিয়াজুরীতে বজ্রপাতে একজন নিহত, আহত ২



হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খালিয়াজুরীর থানার ওসি মো. মকবুল হোসেন। বজ্রপাতে নিহত ব্যক্তি খালিয়াজুরী উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তানবীর মিয়া (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তানবীরসহ তিনজন পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যান। 


রাত দেড়টার দিকে ঝড়-বৃষ্টিবিহীন প্রচুর বজ্রপাত হয়। আর ওই বজ্রপাতে তানবীরসহ তিনজন গুরুতর আহত হন। পাশের নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।


 দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহালম মিয়া (অ. দা.) নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ