মোরসালিন আহমেদ মুসা,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানে মুখরিত ছিলেন মো. আব্দুল্লাহ বাবু। ঢাকা শহরের যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় গত ১৯ জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। সরাসরি রাবার বুলেটের আঘাতে তার একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে, অন্য চোখও ঝাপসা হয়ে আসছে।
বাবু, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের অধিবাসী এবং ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকার বাসিন্দা। বাবুর বাবা আব্দুল বারেক দীর্ঘদিন গাড়ি চালানোর পেশায় ছিলেন, কিন্তু বয়সের ভারে তা ছেড়ে দেন।
ছেলের আয়েই সংসার চলত। বাবু নিজেও গৌরীপুরে ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচিতে অংশ নিতেন। আর্থিক সংকটের মধ্যে, বাবুর চিকিৎসার জন্য জামায়াতে ইসলাম ও অন্য একটি সংগঠন সহায়তা দিয়েছে, তবে চিকিৎসার খরচ এখনও বহন করতে হচ্ছে পরিবারকে।
আবদুল বারেক তার সন্তানের ওপর পুলিশি গুলির ঘটনার সুষ্ঠু বিচার চান। বাবু কষ্টে বলেন, "আমরা স্বপ্ন পূরণের জন্য স্লোগান তুলেছিলাম। চোখের আলো নিভে গেছে, তবু সংগ্রাম থামেনি। ফ্যাসিস্ট সরকারের পতন দেখতে পেয়েছি, এটা আমার জন্য পরম শান্তি।"
বাবুর পরিবারের আর্থিক দুরবস্থায় তার বাবা পুনরায় গাড়ি চালানো শুরু করেছেন। স্ত্রী, দেড় বছরের সন্তান এবং বাবুর চিকিৎসা খরচ চালাতে তিনি দিনরাত সংগ্রাম করছেন।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ