মোরসালিন আহমেদ মুসা, গৌরীপুর, প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকবাড়ির বাসিন্দা আবুল হাসিম (৬৫), একজন নিরাপত্তাকর্মী, শনিবার (১৯ অক্টোবর ২০২৪) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মমভাবে খুন হন। চৌদ্দগ্রামের রবি অজিয়াটা টাওয়ারে নিরাপত্তার দায়িত্ব পালনকালে তাকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করা হয়।
তার লাশ রোববার রাতে গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রাত ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার আগে তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গ্রামবাসী "ফাঁসি চাই, ফাঁসি চাই" স্লোগান দেয়। নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন সোমবার (২১ অক্টোবর) হত্যাকাণ্ডের মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, টাওয়ারে সিসিটিভির অভাব এবং মাত্র একজনকে নিরাপত্তার দায়িত্বে রাখার কারণে এ ঘটনা ঘটে। তিনি সন্দেহ করেন যে কোম্পানির লোকজনও হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
অপর নিরাপত্তাকর্মী হাফেজ মো. সফি উল্লাহ ঘটনার দিন বিনা অনুমতিতে ছুটিতে থাকায় হত্যাকাণ্ডটি আরও রহস্যময় হয়ে উঠেছে। চৌদ্দগ্রাম থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, মামলার তদন্ত চলছে এবং পিবিআই ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে।
মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ