মোঃ মোরসালিন আহমেদ মুসা গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ন্যায়বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর/২০২৪) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হামলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান।
একইসঙ্গে ময়মনসিংহে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ, ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক গাজী সাদেকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে আরও দুটি প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গৌরীপুরের ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. রইছ উদ্দিন।
এ সময় গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, বিএমএসএফের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ