ঝালকাঠি পৌর এলাকার সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে (৪০) মন্দিরের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ১১ অক্টোবর শুক্রবারও অষ্টমী পূজা চলাকালীন মন্দিরের ভেতরে পুনরায় ৪ থেকে ৫টি ঘুমের ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে যায় পুরোহিত সুমন। দুপুরে সুমনের মা মায়া রানি চক্রবর্তী এবং মণ্ডপে থাকা লোকজন তাকে মন্দিরের কক্ষ থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সার্জারি ওয়ার্ডের ৪ নম্বর কেবিনে ভর্তি রেখে সুমন চক্রবর্তীকে চিকিৎসা দেয়া হচ্ছে। দু’দফায় মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করায় সে অচেতন হয়ে পড়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি।
0 মন্তব্যসমূহ