মোরসালিন আহমেদ মুসা, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী জনাব আবুল কালামের মৃত্যুতে শোকসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এই শোকসভার আয়োজন করে শ্যামগঞ্জ বাজার গার্মেন্টস ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা মানিক (ফকির), সহ-সভাপতি মোহাম্মদ খোকন মিয়া, শাড়ি কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন বণিক, ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার হুমায়ুন কবির, এবং ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাইদুর সরকার। এছাড়াও শোকাহত পরিবারের পক্ষ থেকে আবুল কালামের ছোট ভাই হাফেজ খোকন বক্তব্য রাখেন।
বক্তারা আবুল কালামের স্মৃতিচারণ করে তার দীর্ঘ ব্যবসায়ী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, "আবুল কালাম শ্যামগঞ্জ বাজারে দীর্ঘদিন ব্যবসা করেছেন। তিনি একজন সৎ ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং সব ব্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"
পরিবারের পক্ষ থেকে হাফেজ খোকন বলেন, "আমার বড় ভাই শ্যামগঞ্জ বাজারে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করেছেন। ব্যবসায়ী জীবনে তার ভুল ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।"
আয়োজিত এ শোকসভায় আবুল কালামের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ