পূর্বধলায় বন্যার্তদের ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বন্যার্তদের ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় বন্যার্তদের ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী।



শাহিন খন্দকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের কাপাশিয়া এলাকায় ৫০০ জনের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ডাল সয়াবিন তেল, ছোট বাচ্চাদের ল্যাকটোজেন ওয়ান, টু, থ্রি গুড়ো দুধ, ছোট বাচ্চাদের কাপড়, মহিলাদের জন্য কাপড় এবং পুরুষদের জন্য টিশার্ট বিতরণ করা হয়।


বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ৭৭ ব্রিগেডের অধীনে নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এর তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার। তিনি জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পূর্বধলা আর্মি ক্যাম্প হতে টহল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পানি বন্দী ৫০০টি পরিবারের প্রত্যেককের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।



ত্রাণসামগ্রী বিতরণের সময় পূ্র্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদ উল্লাহ ভুঁইয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানাসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি বন্যা দুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ