সিলেটে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, গরু, মোটরসাইকেল চিনি ও ফেনসিডিলের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ৭৯৬ পিস ভারতীয় শাড়ী, ১৯টি গরু, ৬ হাজার ৪০ কেজি চিনি, ১২০ কেজি পোস্তদানা, ৩৩৭ কেজি জিরা, ১৮৬ বোতল মদ, ১০ বোতল বিয়ার, একটি মাহিন্দ্রা মোটরসাইকেল এবং ২ হাজার ১৩৩ কেজি বাংলাদেশি রসুনসহ অভিযানে বেশকিছু পণ্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির এ কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ