মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরের দৌলতপুর গ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র পাল তার মেয়ে স্মৃতি রানী পালের (২৪) নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। গাজীপুরের শ্রীপুরে সোমবার রাতে ঘাতকরা স্মৃতিকে জবাই করে হত্যা করেছে বলে তার পরিবারের অভিযোগ। মেয়ের মৃত্যুর বিচার দাবি করতে এসে সুনীল চন্দ্র থানার সামনে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি জানান, স্মৃতির গলা ও হাত কাটা ছিল, যা তার পরিকল্পিত হত্যার প্রমাণ বহন করে।
মঙ্গলবার রাতে স্মৃতির বাবা সুনীল চন্দ্র পাল বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ তার স্বামী কাব্য সরকার (২৬), মামা নিমাই সন্নাসী (৫৫), এবং মামী বেলী সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে।
সোমবার রাত ৯টা ৩০ মিনিটে স্মৃতি ফোন করে তার বাবাকে জানান যে, স্বামী কাব্য ভারত গেছেন এবং সে তার সন্তান সিয়ামকে নিয়ে ঘুমাতে যাচ্ছিলেন। তবে কিছুক্ষণ পর কাব্য আবার ফোন করে স্মৃতির শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাসপাতালে যেতে বলেন। হাসপাতালে গিয়ে তার বাবা দেখতে পান, স্মৃতির নিথর দেহ পড়ে আছে এবং তার গলায় ও হাতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
প্রতিবেশী ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন জানান, রাত সাড়ে ৯টার দিকে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে যান এবং স্মৃতিকে রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখেন। তাকে বরমী বাজারের স্থানীয় হাসপাতাল থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা ও এক জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যার রহস্য উদঘাটনে তারা সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন।

0 মন্তব্যসমূহ