মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আগামী ৭ ডিসেম্বর, শনিবার, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের ঐতিহাসিক রেলওয়ে মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিল ও পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা এম হাসিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহোদর আফজাল হোসেন।
শ্যামগঞ্জ বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে মাওলানা এম হাসিবুর রহমান রাত ৯:০০ টা থেকে সাড়ে ৯:৩০ টার মধ্যে বক্তব্য রাখবেন। তার আগমন উপলক্ষে শ্যামগঞ্জ এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিপুল আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
এই মাহফিলে আরও বক্তব্য রাখবেন: মাওলানা জয়নুল আবেদীন, সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ মোফাসসির পরিষদ। মাওলানা আজিজ আল কাউসার, ধর্মীয় আলোচক, বিটিভি, চ্যানেল নাইন ও এশিয়ান টেলিভিশন।
মুফতি আব্দুল হামিদ, শিক্ষক, হাটহাজারী মাদ্রাসা। মাওলানা নজরুল ইসলাম ওবায়েদী, মানিকগঞ্জ। মাওলানা মাহবুবুর রহমান, ইমাম ও খতিব, কাসিমুন্নেছা জামে মসজিদ, গাজীপুর।
আব্দুর রহমান ফয়েজী, খতিব, দাদরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ময়মনসিংহ।
মাহফিলটি সফল করতে স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। তাদের মধ্যে মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল,মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার,নিরাপদ হাসপাতাল (প্রা:), চরপাড়া, ময়মনসিংহ।স্বদেশ খাঁটি সরিষার তেল, শ্যামগঞ্জ বাজার।নিউ আরাফাত মেজর অটো রাইস মিল, শ্যামগঞ্জ বাজার।মেসার্স মতিউর রহমান খান এন্ড সন্স, শ্যামগঞ্জ বাজার।মায়ের দোয়া লেয়ার, পশ্চিম মইলাকান্দা।ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, শ্যামগঞ্জ বাজার।আশ শিফা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার হাসপাতাল।
আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
0 মন্তব্যসমূহ