মোঃ মোরসালিন নেত্রকোনা, পূর্বধলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজারে বুধবার বিকেলে একটি অনুমোদনহীন পেট্রল-ডিজেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো মার্কেট পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
জুবেদা ভিলা নামে একটি মার্কেটে অবস্থিত ওই দোকানটির মালিক স্থানীয় বাসিন্দা তানিম। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ফায়ার সার্ভিসের গৌরীপুর স্টেশন লিডার হাসানুজ্জামান শাহিন জানান, দোকানটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, কিন্তু কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।
প্রত্যক্ষদর্শী আব্দুর রাশিদ, যাঁর ধান ভানার দোকানটি এই মার্কেটেই ছিল, বলেন, “বিকাল ৩টার দিকে তানিম এসে জানায় তার দোকানে আগুন লেগেছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করলেও বিস্ফোরণের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে।” এনজিও থেকে নেওয়া ঋণের মাধ্যমে ব্যবসা শুরু করা রাশিদসহ অন্যান্য দোকানিরা কোনো মালামাল রক্ষা করতে পারেননি।
মার্কেটের আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, তাঁর দুইটি মেশিনারিজ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। “হঠাৎ চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় আমি কিছুই বাঁচাতে পারিনি,” বলেন তিনি।
মার্কেটের মালিক ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুছ জানান, তানিম অস্থায়ীভাবে দোকানটি ভাড়া নিয়েছিলেন। তবে তিনি কী ব্যবসা করবেন, তা জানাননি। মার্কেটে থাকা ৭টি দোকানই আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মন্তব্য করেছেন হাসানুজ্জামান শাহিন। ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করবেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।


0 মন্তব্যসমূহ