পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর, এবং লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোছাঃ রোজিনা আক্তার (৪২)। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের বাসিন্দা এবং সাইদুলের স্ত্রী।
শুক্রবার (১ নভেম্বর) পূর্বধলা বাজারের রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোজিনা আক্তার লিখিত বক্তব্যে জানান, পারিবারিক বিরোধের জের ধরে একই গ্রামের কয়েকজন আত্মীয়, যেমন এনামুল (৪০), মোজাম্মেল (৪৫), আইনুল হক (৫০), ইজাজুল (৩০), আরিফুল (২৫), তকদীর (৪০), চম্পা (৪০), এবং ঝুমা (৩৯) দীর্ঘদিন ধরে তাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছিল।
রোজিনা আক্তার জানান, গত ২৬ অক্টোবর শনিবার ওই ব্যক্তিরা তার বাড়িতে হামলা চালায় এবং ইট, নগদ ২৫ হাজার টাকা, ফ্যান, গ্যাস সিলিন্ডার, চাল, খাটসহ প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযুক্ত এনামুল বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে যা হবে, তা হবে। এটি সামাজিকভাবে মীমাংসা সম্ভব নয়।”
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সংবাদ সম্মেলনে রোজিনা আক্তারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ