মোঃ মোরসালিন, নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ (৫৩) এবং সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. কামরুজ্জামান উজ্জ্বল (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
ময়মনসিংহ শহরের বাতিরকল পন্ডিতপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে কোতোয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানিয়েছেন, রাজনৈতিক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
0 মন্তব্যসমূহ