পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



পূর্বধলা, নেত্রকোনা প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে ৭ নভেম্বর সকালে শিক্ষকদের মধ্যে কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। সভায় নতুন কমিটি গঠন করা হয়, যাতে মোঃ মোসলিম উদ্দিনকে সভাপতি এবং মোঃ শহিদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোমেন আকন্দ শামীম, প্রচার সম্পাদক মোছাঃ নুরুন্নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোফাজ্জল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া, এবং সদস্য পদে মোছাঃ কুলসুমা, মোছাঃ মমতা, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ জোসনা, মোছাঃ ঝর্ণা খানম, মোঃ নূরনবী মনোনীত হন।

সভায় বক্তারা বলেন, ২০২০ সালে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আক্রাম আল হোসেন একটি নীতি বহির্ভূত প্রজ্ঞাপন জারি করেছিলেন, যা বর্তমান সচিবও বহাল রেখেছেন। এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আগামী ১০ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

তাঁরা এই কর্মসূচিতে সকল বেসরকারি প্রাথমিক শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ