শহীদ নূর হোসেন দিবসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ। - ভোরের সময় অনলাইন শহীদ নূর হোসেন দিবসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


শহীদ নূর হোসেন দিবসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।



মোঃ মোরসালিন নেত্রকোনা, পূর্বধলা প্রতিনিধিঃ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের রাজপথের কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির মোঃ সায়েদ আল মামুন (শহীদ), যিনি গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাবুল ও মোঃ খোকন এবং থানা যুবদলের সদস্য স্টেলিন আজমি।


আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক উপজেলা যুবদলের সদস্য গোলাম মোস্তফা বাচ্চু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিপন তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শুভ দাস ও সাধারণ সম্পাদক শান্ত, ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাহবুব, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক গনি, উপজেলা যুবদলের সদস্য আবু সাঈদ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা শামীমসহ আরও অনেক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পূর্বধলা বিএনপি সব সময় রাজপথে থাকবে এবং যে কোনো চক্রান্ত প্রতিহত করবে।” কর্মসূচির সমাপ্তিতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ