পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আ'টক ৬ - ভোরের সময় অনলাইন পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আ'টক ৬

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আ'টক ৬



নাহিদ আলম পূর্বধলা।
নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট, মাপলার ও মাক্স পরিহিত। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়া পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ও পূর্বধলা সরকারি কলেজ শাখার সভাপতি হৃদয় খান নাঈমসহ ১৮ জনকে আসামি করে ১৫/২০ অজ্ঞাত করে পূর্বধলা থানায় একটি নাশকতা মামলা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক আইডি ও শাহাদাত হোসেনের আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ভিডিওটি আপলোড করা হয়। এরপর রাতেই পুলিশ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে আটক করে।

জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের (ভাতিজা) ছোট ভাইয়ের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। কয়েক মিনিট মিছিল করার পর তারা মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে। মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে।

এছাড়াও শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, দেশরত্ম শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।

শেয়ার করা ঐ ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসাইন মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ১৫-২০ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে ওসব নেতাকর্মীর কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কারও মাথা-মুখ মাফলার পেঁচানো ছিল।

আটককৃতরা হলেন, উপজেলার ডুবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান (৩২), ছোট ইলাছপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১)‌, একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো: তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯), নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)।

এবিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, একদম ভোরে সবাই যখন ঘুমে তখন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ